• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

“পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের সহায়তা হাবিবুর রহমান মালেক”

/ ২৫৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার::- পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক। বুধবার দুপুরে পিরোজপুর শহরে আলামকাঠী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার ১ নং ওয়ার্ডের প্রায় শতাধিক মানুষের মাঝে মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ৪ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাতা প্রদান করেন। হাবিবুর রহমান মালেক বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণের ব্যবস্থা করছেন।

তারপরও স্থানীয়ভাবে তার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছেন তিনি।এছাড়াও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের এ সহায়তা করবেন। এসময় উপস্থিত ছিলন পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল কবিরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো পড়ুন