• বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

শপথ নিলেন বিচারপতি উদয় উমেশ ললিত

/ ১০৮ বার পঠিত
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন উদয় উমেশ ললিত। আজ শনিবার সকালে দেশটির ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান।

৬৪ বছর বয়সি উদয় উমেশ ললিত আগামী ৮ নভেম্বর অবসরগ্রহণ করবেন।

সে হিসেবে মাত্র দুই মাস ১২ দিনের জন্য শপথ নিলেন তিনি।
নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত মুম্বাইয়ের ল’ কলেজে পড়াশোনা করেছেন। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বোম্বে হাইকোর্টে প্র্যাক্টিস করেছেন। ১৯৮৬ সালে তিনি দিল্লি চলে যান। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি জে সোবারজির সঙ্গে কর্মরত ছিলেন। বিগতদিনে বিচারপতি ইউইউ ললিত ভারতের আলোচিত ২জি মামলায় সিবিআইয়ের পাবলিক প্রসিকিউটরের ভূমিকাও পালন করেছিলেন।

ইউইউ ললিত ভারতের দ্বিতীয় এমন প্রধান বিচারপতি যিনি সরাসরি বার থেকে শীর্ষ আদালতের বেঞ্চে বসছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। বিচারপতি উদয় উমেশ ললিতের পূর্ববর্তী বিচারপতি এনভি রমণাও দেশের নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো পড়ুন