• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

প্রবাসী আয়ে সুবাতাস বইছে

সুমন আহম্মেদ শান্ত, নিজস্ব প্রতিবেদক / ১১২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

বাংলাদেশী প্রবাসী আয়ে সুবাতাস বইছে, জুলাই মাসের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে আগস্টেও, চলতি মাসের প্রথম ১০ দিনে ৮১ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে বাংলাদেশ । যা গত মাসের একই সময়ের তুলনায় ২০.৪ শতাংশ বেশি।

সবমিলে এখন পর্যন্ত অর্থবছরের প্রথম ৪০ দিনে রেমিট্যান্স এসেছে ২৯১ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক তিন শতাংশ বেশি। বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৯ কোটি ডলার।

এদিকে বাংলাদেশ সরকারের নানা নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ। আগস্টের প্রথম ১১ দিনে মোট ১৬১ কোটি ডলারের আমদানি ঋণপত্র খোলা হয়েছে। গত মাসের প্রথম ১১ দিনে যা ছিল ২৫৫ কোটি ডলার।


আরো পড়ুন