• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

ব্যবসায়ী সমিতির নির্বাচন কেন্দ্রীক ঘুষ কেলেঙ্কারী প্রকাশ!!

/ ৫৭১ বার পঠিত
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

বিশেষ প্রতিবেদন:-
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৪ নং ওয়ার্ডের পরিচালক প্রার্থী থেকে ১৫০০০০ টাকা নিয়ে ফরম জমা না দেওয়ার ঘটনার কিছু অংশ বের হয়ে আসছে। সারওয়ার নামক পরিচালক প্রার্থী সাথে প্রতিদ্বন্দ্বী হলেন শুটকি বাজারের রাসেল।

এই বিষয়টি সমঝোতার প্রস্তাব দিলেন পান বাজারের লিটন সাহেব।এবং টাকা গুলো রিছিভ করেন ফারুক কমিশনার নামক এক প্রতিনিধি।

অপরদিকে শুটকি বাজারের রাসেলকে সমঝোতার জন্য ৯০ হাজার টাকা নিয়ে দিলেন কামাল ও সবুজ নেতা। এখানে পরিচালক রাসেল ৯০ হাজার টাকা পেয়ে সারোয়ার এর সাথে প্রতিদন্ডি হবেনা বলে তার ক্রয় কৃত ফরমটি স্বইচ্ছায় জমা দিলেন পান লিটন সাহেবের কাছে। রাসেল টাকাগুলো পেয়ে খুশি হয়ে কামাল ও সবুজ নেতা কে ১০০০০ করে ২০০০০ টাকা হাত খরচের জন্য দিলেন। এবং বাকি ৭০০০০ টাকা রাসেল রেখে দিলেন তার নিজের কাছে।
অন্যদিকে বাকি ৬০ হাজার টাকা রেখে দিলেন ফারুক ও পান লিটন সাহেব।

বিষয়টি জানাজানি হয়ে গেলে কোম্পানীগঞ্জের আওয়ামী লীগের অভিভাবক আবদুল কাদের মির্জা সাহেব সহ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের নেতার তাৎক্ষণিক ফারুক ও কামাল এবং সবুজকে দল থেকে বহিষ্কার করে দিলেন। এদিকে খবরটি জড়িয়ে পড়লে কামাল ও সবুজ ২০০০০ টাকা ফেরত দিয়ে দিলেন ঘটনার সত্যতা প্রকাশ করেন। এবং বিষয়টির জন্য তারা সাধারণ ক্ষমা পার্থী হলেন ও ঘটনার মূল হোতাদের খুঁজে বের করার অনুরোধ করেন।


আরো পড়ুন