• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশে বর্তমানে সর্বকালের সেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, ডি আই জি, খুলনা।

/ ২৯৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

খুলনা প্রতিনিধি, এম রুহুল আমীন:-
খুলনা রেঞ্জ ডি আই জি ড. খঃ মহিদ উদ্দীন (বি পি এম বার) বলেছেন, বাংলাদেশে বর্তমানে সর্বকালের সেরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। এজন্যে দুর্গাপূজা এখন আর শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নেই এটি এখন বাংলাদেশের সকল মানুষের সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে।
তিনি সোমবার রাত ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর শ্রী শ্রী সর্ব্বমঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্দির কমিটির সভাপতি ও আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মোঃ হাবিবুর রহমান (বি পি এম বার), খুলনা জেলা পুলশ সুপার এস এম শফিউল্ল্যাহ (বি পি এম বার), অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া সেল, ডিআইজি অফিস) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ সজিব খান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, আশুতোষ নন্দী, ডুমুরিয়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রহল্লাদ ব্রহ্ম, সাধারণ সম্পাদক স্বপন দেব, কৃষ্ণ নন্দী, জয়দেব আঢ্য, জয়দেব মন্ডল, মুকুন্দ অধিকারী, অরুন নন্দী প্রমুখ।

ক্যাপশনঃ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর শ্রী শ্রী সর্ব্ব মঙ্গলা মাতৃ মন্দীর তীর্থ কমপ্লেক্স পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খুলনা রেঞ্জ ডি আই জি ড.খঃ মহিদ উদ্দীন।


আরো পড়ুন