• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

“ব্রাহ্মণপাড়ায় ১৩টি সিএনজি ও অটোরিক্সা জব্দ,চালকের বিরুদ্ধে মামলা ও অর্থদন্ড”

/ ৩১৩ বার পঠিত
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

মোঃমানিক(বি,পাড়া থেকে):কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিআরটিএ এর অভিযান পরিচালনা করে রেজিষ্ট্রেশন বিহীন ১৩ টি সিএনজি (অটোরিক্সা)আটক করা। এসময় ভ্রাম্যমান আদলতে মোটর সাইকেল,পিক্যাপ ভ্যান সহ বিভিন্ন যানবাহন চালকের বিরুদ্ধে মামলা ও অর্থদন্ড প্রদান করা হয়।

১অক্টোবর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গার্লস স্কুলের সামনে বিআরটিএ জেলা পরিষদ কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করে।ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কশিমনার তানিয়া আক্তার।সাথে ছিলেন বিআরটিএ এর রাজস্ব কর্মকর্তা আব্দুল আওয়াল, সহকারী মোটর যান পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে মোটর সাইকেল,পিক্যাপ ভ্যান সহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭ টি মামলা প্রদান এবং ৫ হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কশিমনার তানিয়া আক্তার। এসময় তিনি রেজিষ্ট্রেশন বিহীন ১৩ সিএনজি (অটোরিক্সা) আটক করার নির্দেশ প্রদান করেন। পরে আটক কৃতি সিএনজি (অটোরিক্স) বিআরটিএ কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়ে যায়।


আরো পড়ুন