• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে বিরোধপূর্ন জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত আটক ৫

লুৎফুর রহমান রাকিব চৌধুরী, কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি / ১৫৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ মে, ২০২২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ন এক শতাংশ জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো: ইসরাফিল{ ২৮}নামে এক যুবক নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার( ৮মে ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কনকাপৈত ইউনিয়ন পরিষদে তারশাইল-দূর্গাপুর গ্রামে এ সময় দুই পক্ষের মধ্যকার হামলা-পাল্টা হামলা দুই নারীসহ কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং অপর দুইজনকে চ‍ৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চাঞ্চল্যকর ইসরাফিল হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এঘটনায় রবিবার রাতে ঘাতক সজিব সহ ৬ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সূত্রে জানা গেছে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল দুর্গাপুর গ্রামের হানিফ মিয়া ও পার্শ্ববর্তী বাড়ীর মোক্তল হোসেনের মধ্যে বসতবাড়ির পাশের ১ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম‍্য শালিস -দরবার হলেও সমাধান না হওয়ার পরবর্তীতে উভয়পক্ষে কনকাপৈত ইউনিয়ন চেয়ারম্যানের নিকট বিচারের আবেদন করে। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে করে পরিষদে বসে নিস্পওির চেষ্টা করেন।

এদিকে হানিফ মিয়ার বিরোধপূর্ন এক শতাংশ জায়গার মালিকানা চেয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন এবং মামলাটি বিচারাধীন থাকাব স্থায়গত রবিবার দুপুরে মোক্তল হোসেন বিরোধপূর্ন জায়গায় খড়ের গাদাঁ( ছিন) তৈরি করে জমিটি দখলের চেষ্টা করে।এসময় হানিফ মিয়া ছেলে ইসরাফিলের নেতৃত্বে ও তার ভাই সালমানসহ পরিবারের লোকজন নিয়ে বাধা দিতে গেলে মোক্তল হোসেনের ছেলে সজিবের ছুরিকাঘাতে ইসরাফিল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইসরাফিলের আত‍্য চ‍্যিকারে তার চাচাতো ভাই রামিম মা রিনা বেগম ও চাচী আয়েশা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসলে মোক্তল হোসেনের ছেলে ও মেয়েরা তাদেরকে লাঠিপেটা করে গুরুতর আহত করে পরে স্থানীয়রা এগিয়ে এসে ইসরাফিল সহ অপর আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব‍্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন।ইসরাফিলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উক্তেজিত জনতা মোক্তল হোসেন তার স্ত্রী মেয়ে সহ পরিবারের ৫ সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছে।

নিহত ইসরাফিলের মা রিনা বেগম বলেন চ‍্যিকার শুনে গিয়ে দেখি ঘাতক সজিব আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে ছেলেকে বাচাঁতে গেলে তারা আমাকেও পিটিয়ে গুরুতর আহত করে আমার চোখের সামনে তারা আমার কলিজার টুকরা ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।কনকাপৈত ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল বলেন মোক্তল হোসেনের সাথে নিহত ইসরাফিলের বাবা হানিফ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এনিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার শালিসী বৈঠক হয়। বিরোধটি নিস্পওি হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন জমিন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ইসরাফিল নামে এক যুবক নিহত হয়েছে লাশ উদ্ধার। করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় রবিবার রাতে ৬জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার এজহায়ভুক্ত আসামী রা হলেন মোক্তল হোসেন তার স্ত্রী রাহিমা বেগম ছেলে সজিব মেয়ে নাসরিন আক্তার।আইরিন আক্তার
মৌসুমী আক্তার প্রধান অভিযুক্ত সজিবকে গ্রেফতারের চেষ্টা অব‍্যাহত রয়েছে।


আরো পড়ুন