• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

মালদ্বীপে পাকিস্তানির বাবুচির ছুরির আগাতে বাংলাদেশী প্রবাসী খুন

জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

১৬/০৪/২০২২ রোজ শনিবার মালদ্বীপের রাজধানীর পাশ্ববর্তী দ্বীপ হুলহুমালে খাঞ্জেরি রেস্টুরেন্টে বিকেল ৫ টার দিকে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে পাকিস্থানি নাগরিক সৈয়দ রানা ছুড়ি দিয়ে আগাত করলে ঘটানার স্থলে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাহিন মারা যায়। নিহত সাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মুহাম্মদ কুদ্দুস মিয়ার পুত্র।

মালদ্বীপের পাশ্ববর্তী দ্বীপ হুলহুমালের খাঞ্জেরি রেস্টুরেন্টের পাকিস্তানি নাগরিক সৈয়দ রানা বাবুচি ছিলেন ও বাংলাদেশি নিহত প্রবাসী মোহাম্মদ সাহিন মিয়া ঐ রেস্টুরেন্টে ওয়েটার এর কাজ করতেন বলে জানা গেছেন। জানা যায় মালদ্বীপে অবস্থিত দূতাবাসের হাই কমিশনার এডমিরিয়াল এস এম আবুল কালাম আজাদ ঘটনার স্থল পরিদর্শন করেন।

গতকাল বাংলাদেশি সাহিনকে হত্যা করে পলিয়েছেন পাকিস্তানি নাগরিক সৈয়দ রানা। এই ঘটনায় মালদ্বীপ দেশটির পুলিশ জানান যে পলাতক পাকিস্তানি নাগরিক সৈয়দ রানাকে সকালে পুলিশ গ্রেফার করছেন, হুলহুমালের ব্রীজ থেকে তাকে আটক করেন, জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সূত্রে জানা যায় যে হত্যা হওয়া বাংলাদেশি মোহাম্মদ সাহিন মিয়ার লাশ যত দ্রুত সম্ভব দেশে পাঠানো জন্যে চেষ্টা চলছে।


আরো পড়ুন