• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

আজ পহেলা বৈশাখ

কবিঃ- রৌনকা আফরুজ সরকার / ৩৪২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

উশৃঙ্খল ঝড়ের এলোচুল

তাই ভেংগেচুড়ে করে ভুল,
যখন হয় ঝরের অনুতাপ
কমে যায় তার চাপ;
যেন মনুষ্য জীবনের জলছাপ
ভেবে আমি অবাক!
আজ ছিড়বো আমি ঝড়ের চুল
দিব তোমায় বৈশাখী ফুল।
ঝড়ের ওপর বিজলী হয়ে দিব ডাক
সমুদ্রের ওপার থেকে বাড়াবো হাত,
পাঠাবো পান্তা ইলিশের দাওয়াত
আজ পহেলা বৈশাখ।
লাজ সন্ত্রাসী
পরাজিত করে হব আমি দুঃসাহসী
বৃষ্টির জলে মাটিতে
লিখবো ভালোবাসি।
শুনবো পেতে কান
বৃষ্টির গান।।


আরো পড়ুন