• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

আমার বাংলাদেশ

কবি: রৌনকা আফরুজ সরকার / ১৭৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

দেখো নৌকা বাঁধা নদীর ঘাটে

ঐ যে দূরে রাখাল গরু চড়ায় মাঠে,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

ধানের চারাগুলো বাতাসে দুলছে
কানে কানে গোলাভরা ধান দিবে বলছে,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

ঝিলের জলে শাপলা ফুটে
পিছে তার চাঁদ ছুটে,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

যাদু আছে বঙ্গোপসাগরের জোয়ার ভাটায়
কি অপরূপ ঝিলের জলে চিংড়ি নাচে শালুক পাতায়,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

মধুর কন্ঠে বাংলায় ডাকে পাখি
পাখির রূপ দেখে ফেরেনা আঁখি
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে পাহাড়
কি মনোরম থোকা থোকা বাঁশ ঝাড়,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

পদ্মা, মেঘনা, যমুনা মানুষ চোখে হারায়
নদীর দু’ধারে কাশবন সৌন্দর্য বাড়ায়,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

এলে একুশে ফেব্রুয়ারি
শহিদ মিনারে যাই মোরা তাড়াতাড়ি,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।

আমাদের আছে স্বাধীন ভাষায় স্বাধীনতার ইতিহাস
স্বাধীনভাবে খেলা করে বনের বুনোহাঁস,
এই রূপের যেন নেই শেষ
এই আমার বাংলাদেশ।


আরো পড়ুন