• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

কুমিল্লায় বিপুল দেশীয় অস্ত্র সহ কুখ্যাত ৪ সন্ত্রাসী আটক!!

/ ৩৫২ বার পঠিত
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(কুমিল্লা জেলা থেকে):শনিবার রাত অনুমান ০২.৪০ ঘটিকার সময় আকুল চন্দ বিশ্বাস অফিসার ইনচার্জ বুড়িচং থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহিন কাদির,এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ০৬নং ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামস্থ মাসুম আলম(২৬),পিতা-মৃত আঃ মান্নান এর বসত ঘরে অভিযান পরিচালনা করে।

ঐবসত ঘরে ১টি ৭.৬২ পিস্তল,২৯ রাউন্ড গুলি,১টি দেশীয় তৈরী পাইপগান,৩০ টি কার্তুজ,৫ টি রামদা,প্রত্যেকটি লম্বা অনুমান ৪১ ইঞ্চি,৫টি লম্বা ছুরি,প্রত্যেকটির লম্বা অনুমান ২৮ ইঞ্চি,১৬ টি দা, লম্বা অনুমান ২১ ইঞ্চি,১ টি স্টীলের চাইনিজ কুড়াল, লম্বা ২৯ ইঞ্চি,১০টি স্টীলের পাইপ, কালো কসটেপ দ্বারা মোড়ানো,প্রত্যেকটির লম্বা অনুমান-৩০ ইঞ্চি,১৭ টি হকিস্টিক,কিছু পাউডার,কিছু পাথরের টুকরা,১ টি প্লাস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল হইতে,১.মাসুম আলম(২৬),পিতা-মৃত আঃ মান্নান,সাং-আকাবপুর, থানা-বুড়িচং,জেলা-কুমিল্লা,২. সোহাগ(২৫),পিতা-মফিজুল আলম, সাং-মাধরপুর, থানা-গোদাগাড়া, জেলা-রাজশাহী, ৩.মোঃ কাশেম(২৩),পিতা-আবুল বাসার, সাং-আকাবপুর (মৌলভী বাড়ী), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা ও ৪. ফিরোজ(২২), পিতা-লুৎফর রহমান, সাং-বমর্তল, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর-গণকে গ্রেফতার করা হয়।
রোববার ওসি ইনচার্জ আকুল চন্দ বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করে জানান,উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো পড়ুন