• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

নওগাঁর  বদলগাছীতে আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত

রহমতউল্লাহ, নওগাঁ প্রতিনিধি / ২৪৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ – বদলগাছী  উপজেলার চকবনমালী সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে  বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠন বাসা বদলগাছী শাখা এর, উদ্যোগে আদিবাসীদের  কারাম উৎসব অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর  দুপুর ২ টায়  এ অনুষ্ঠান অনুষ্ঠিত  হলে   হলে প্রায় কয়েক ঘন্টা ধরে এ অনুষ্ঠান পরিচালিত হয়   হয়। আদিবাসী ক্ষুদ্রনীগোষ্ঠীরা তাড়া  তাদের ধর্মীয় পূজার্চনা শেষে সারি সারি রঙিন শাড়ি ও মাথায় ফুল বেঁধে বাহারি রঙের সাজে  বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের ঐতিহ্যবাহী কারাম নৃত্য পরিবেশন করেন।
 অনুষ্ঠান এ  প্রধান অতিথী হিসাবে  উপস্থিত  ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  আলপনা  ইয়াসমিন। বিশেষ অতিথী  হিসাবে উপস্থিত  ছিলেন- জনাব,জাকির হোসেন চৌধুরী, চেয়ারম্যান ৭ নং আধায়পুর  ইউপি, ইমানুল হাসান তিতু,  উপজেলা ভাইস চেয়ারম্যান  বদলগাছী, মিজানুর রহমান (কিশোর) সাধারন সম্পাদক বদলগাছী উপজেলা আওয়ামীলীগ ,  তপুন কুমার মন্ডল, পরিমল চন্দ, সহ- সাবিনা এক্কা, মহিলা ভাইস চেয়ারম্যান ধামুর হাট,  আর অনেকে  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান কে কেন্দ্র করে  হাজারো মানুষ ভিড় জমান  মাঠের চার পাশে
অনুষ্ঠানে আদিবাসীদের কয়েকটি দল নৃত্য পরিবেশন করেন ও পরবর্তীতে তাদের কে পুরস্কৃিত করা হয়।


আরো পড়ুন