• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

আরটিভির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র প্রতিবাদ।

/ ৩০৬ বার পঠিত
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার মরিয়ম খানম:- রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির দুই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুই সাংবাদিক হলেন- আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাপারসন নাজমুল হোসেন সায়মন।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন। এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম যুগ্ন মহাসচিব মো: আমির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির আরো অনেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- এ ঘটনায় জড়িতদের অবিলম্বে কঠোর শাস্তি প্রদান করতে হবে।

বিবৃতিদাতারা আরও বলেন- দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের হার উদ্বেগ জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিক নির্যাতন কোন সভ্য সমাজের আচরণ নয়। দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আরো পড়ুন