• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

তামাকবিরোধী প্রচারণা বেগবান করতে হবে: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক / ১৮০ বার পঠিত
আপডেট: বুধবার, ১৬ জুন, ২০২১

দেশকে তামাকমুক্ত করতে হলে তামাকবিরোধী প্রচারণা বেগবান করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন ভয়েস ল’ রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দের সাথে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আনুপাতিক হারে ধূমপায়ীর সংখ্যা কমলেও ২০৪০ এর মধ্যে দেশকে তামাকমুক্ত করার জন্য তা যথেষ্ট না। এ বিষয়ে সরকার বেশ কিছু কার্যকরী আইন প্রণয়ন করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভয়েসের প্রকল্প সমন্বয়কারী জায়েদ সিদ্দিকী। প্রবন্ধে উঠে আসে বিশ্বে সর্বোচ্চ তামাক ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম প্রথম দিকে এবং ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাকে আসক্ত।


আরো পড়ুন