• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

কুমিল্লা বি.পাড়ায় জাতীয় শোক দিবস পালিত

/ ২৯৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

মোঃমমিনুল ইসলাম(বি.পাড়াথানা প্রতিনিধি): স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার ত্যাগ, সংগ্রাম ও বীরত্বপূর্ণ নের্তৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধু খ্যাতি লাভ করেছিলেন।রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের বাণীতে বাঙ্গালী জাতিকে এক সূতায় গেথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত করেন তিনি।৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীণতা।১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে বর্বরভাবে হত্যা করে।বাঙালী জাতির ইতিহাসে ১৫ আগষ্ট ১৯৭৫ একটি কলংকিত অধ্যায়।জাতির পিতা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে পাল্লা দিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুণ।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইন মন্ত্রী বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি এ কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব মনিরুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল বারী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জমির হোসেন ঠিকাদার, ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সেক্রেটারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম, আওয়ামীলীগ অফিসের দায়িত্বে খোরশেদ আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন খান, যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, ঠিকাদার, স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী বিল্লাল হোসেন, শ্রমীকলীগের সেক্রেটারী গাজী আবদুল হান্নান,রোটারিয়ান কবির আহাম্মদ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ,সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ব্রাহ্মণপাড়া আহবায়ক রেজাউল করিম শিপন,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন,আলমগীর হোসেন, আবুল কালাম,আবু কাউছার দিপুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।


আরো পড়ুন