• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় জাহাজের সাথে নৌকার সংঘর্ষে নিখোঁজ ১৭

অনলাইন ডেস্ক / ২৪৮ বার পঠিত
আপডেট: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

ইন্দোনেশিয়ায় একটি কার্গো জাহাজ এবং একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ১৭ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ মার্চ) দেশটির জাভা দ্বীপে এই ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। কিন্তু ওই নৌকার পাঁচ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধার করতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।


আরো পড়ুন