• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ,বাড়িঘর ভাংচুর আহত ৭

রকিবুজ্জামান, কালকিনি প্রতিনিধি / ১৩৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ ৩০শে মার্চ রাত আনুমানিক ০১ ঘটিকায় এ সংঘর্ষ বাধে।এসময় প্রায় ২০-২৫ টা হাতবোমা বিস্ফোরণ হয়েছে ।এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়।জানা যায়,  ২ নং ওয়ার্ডের (উটপাখি মার্কা) কাউন্সিলর প্রার্থী অলিল হাওলাদার ও একই ওয়ার্ডের (পানির বোতল মার্কা) অপর কাউন্সিলর প্রার্থী খলিল হাওলাদারের সঙ্গে তুমুল সংঘর্ষে উভয়ের বাড়ীঘর ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় ।
গভীর রাত হওয়ায় সাধারণ জনগন আতংকিত হয়ে পরে।পবিত্র শবেবরাতের রাতে এমন ঘটনাকে সাধারণ জনগন ঘৃনার চোখে দেখছেন।  পরবর্তিতে পুলিশ এসে উভয় পক্ষের লোকজনকে সরিয়ে দিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । উল্লেখ্য আগামীকাল ৩১শে মার্চ কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন