• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

সাংবাদিক রতন সরকারের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন।

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৭৫ বার পঠিত
আপডেট: রবিবার, ২১ মার্চ, ২০২১

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। রবিবার ( ২১ মার্চ) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাব এর সামনে এ কর্মসূচি পালিত হয় ।

ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবু জাফর সোহেল রানার সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দুলাল বোস, ডিবিসি নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান,চ্যানেল টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাসুদ, বিএমএসএফ সহ সভাপতি ও ভোরের দর্পন প্রতিনিধি সামছুজ্জামান চৌধূরী সাজু, বিএমএসএফ সহ-সভাপতি ও দৈনিক চারিদিকে প্রতিদিন সম্পাদক মোল্লা হারুন, সাংবাদিক রিপন আহম্মেদ রনি,ইমতে আহসান শিলু,ফজলুল করীম ফারাজী,জুয়েল রানা, আশিকুর রহমান, মোরশেদ হাসান লালু প্রমুখ ।

মানববন্ধনে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক ব্যক্তি কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন,” রংপুরের প্রান্তঃজনের দুঃখ দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতোমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন। কৃতী এই সাংবাদিকের নামে মামলা দিয়ে কণ্ঠরোধের কোনও ষড়যন্ত্র সাংবাদিক সমাজ মেনে নেবে না।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম শাখার সভাপতি আবু জাফর সোহেল রানা বলেন, সম্প্রতি বিপিডিএ নামক ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানার সব অনিয়ম দুর্নীতি লুটপাট ও শিক্ষার্থীদের সোনালী সময় ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন সরকার। দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে নিয়ে আসা চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে।

আমরা মফস্বল সাংবাদিকের পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ।”


আরো পড়ুন