• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

জামালপুর সাব রেজিস্ট্রি অফিসে দুর্ধর্ষ চুরি ১৯ টি আলমারি ও ৩০ টি লকারের তালা ভাঙ্গা !

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি / ১৮৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

সদর সাব রেজিস্ট্রি অফিসে গতকাল সোমবার (১৫ মার্চ) দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রেজিস্ট্রি কমপ্লেক্স ভবনের নিচ তলায় এই ঘটনা ঘটে। সদর সাব রেজিষ্ট্রার মোঃ মাহবুব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সদর সাব রেজিষ্ট্রার মোঃ মাহবুব হোসেন বলেন,মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৮টায় অফিসের নৈশ প্রহরী রুহুল আমিন আমাকে চুরির বিষয়টি জানান।আমি অফিসে এসে দেখি অফিসের এজলাস কক্ষের পিছনের জানালার গ্রিল কাটা। এজলাস কক্ষ, অফিস কক্ষ, রেকর্ড কক্ষ ও খাস কামরার মোট ১৯টি আলমারি ও ৩০টি লকারের তালা ভাঙ্গা হয়েছে।অনেক প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ দলিল তছনছ করেছে দুর্বৃত্তরা।সব কিছু গোছানোর পর জানা যাবে কোন কোন দলিল চুরি হয়েছে।গতকাল সোমবার ১৪০ টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তবে কোনো নগদ অর্থ চুরি হয়নি।
সাব রেজিষ্ট্রার মোঃ মাহবুব হোসেন বলেন,নৈশ প্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলা রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম বলেন,এই ঘটনায় আমরাও বিস্মিত। কোন স্বার্থে কে এই ঘটনা ঘটালো তা এখনই বোঝা যাচ্ছে না।কোন কোন দলিল চুরি গেছে তা জানার পর বিষয়টি বোঝা যাবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন,সদর সাব রেজিষ্ট্রি অফিসের ঘটনায় একটি সাধারন ডায়েরী করবে কর্তৃপক্ষ।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী রুহুল আমিনকে থানায় আনা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর সাব রেজিষ্ট্রি অফিসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বর্তমানে “টক অব দি টাউন”এবং সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


আরো পড়ুন