• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই!

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি / ১৬২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৫ মার্চ, ২০২১

জয়পুরহাটের কালাইয়ে ছুরিকাঘাত করে মোকারম হোসেন (৪৭) নামে একজন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারীর ৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯ টায় সময় কালাই উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত মোকারম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নওগাঁর বদলগাছী থানার খাদাইল গ্রামের বাসিন্দা মোকারম হোসেন বিয়ে করার সুবাদে কালাই উপজেলা পাড়ায় বসবাস করেন। প্রতিদিনের ন্যায় শশুরবাড়ী ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলা ক্যাম্পাসের ভিতরে পথরোধ করে অর্তকিত ছুরিকাঘাত করে, পরে তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ আরিফুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আহত মোকারম নামের একজনের চিকিৎসা চলছে, তিনি বর্তমানে ভালো আছেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে কে বলেন,সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো পড়ুন