• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

নওগাঁর ধামরহাট ভারত সীমান্তে অনুপ্রবেশ -কালে গ্রেফতার – ৪

রহমতউল্লাহ  আশিকুর  জামান নুর  নওগাঁ  প্রতিনিধি / ২৯৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। পত্নীতলা বেটেলিয়ান ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি,  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন,
১৮-ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  কালুপাড়া -বিওপির নাসুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার  ২৭০/৪-এস হতে আনুমানিক  ২০ গজ  বাংলাদেশের অভ্যন্তরে কালুপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করা হয় এ সময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম কালে ঘটনাস্থল থেকে একটি তারকাটা বেড়া কাটার যন্ত্র (কাচিঁ) বাঁশের তৈরি মাচাসহ কালুপাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান খোকার- ছেলে, মোঃ আব্দুস সালাম বাবু (৪০) মোহাম্মদ আব্বাস আলী মণ্ডলের- ছেলে, মোহাম্মদ গোলাম রাব্বী রুবেল (৩০) মৃত ওয়াজেদ আলী মন্ডল -এর ছেলে, নুরুজ্জামান হোসেন (৪৬) ও একই গ্রামের উরজুল্লা বর্মনের ছেলে শ্রী প্রদীপ বর্মন (৩৫) কে আটক করা হয়ও আটক কৃত চারজন চোরাকারবারি কারিকে ধামুরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।


আরো পড়ুন