• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

বিভিন্ন আয়োজনের মধ্যমে পালিরত ৪৯ তম জাতীয় সমবায় দিবস ।

/ ২৭৯ বার পঠিত
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস এই দিবস উপলক্ষে গাইবান্ধা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃআলমগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন।
জেলা প্রশাসক আব্দুল মতিন সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র মোহাম্মদ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির। জেলা সমবায় অফিসার মোঃ ফেরদৌস রহমান জেলা মৎস্য কর্মকর্তা আবদুদ রাইয়ান। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান মাহমুদ সিদ্দিক সাংবাদিক আব্দুর রহমান স্বপন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন সমবায়ীদের সরকার প্রণোদনা দিয়েছে দরিদ্র দূরবীনের সমবায়ের ভূমিকা রাখতে হবে সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।


আরো পড়ুন