• সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

গুমের সংস্কৃতি জিয়ার হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছে – আ ক ম মোজাম্মেল হক

/ ২৪৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, গুমের সংস্কৃতি জিয়ার হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছে। সামরিক বাহিনীর সদস্য বিচারের নামে অবৈধভাবে ফাঁসি দিয়ে হত্যা, লাশ গুম, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ঘটনায় মরণোত্তর বিচার দাবি জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, কমিশন গঠন করে জিয়াকে বিচার মুখোমুখি করা গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক গুম দিবসে ১৯৭৭ সালের তথাকথিত বিদ্রোহ দমনের নামে সামরিক বাহিনীর দেড় হাজার সদস্যকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গুমের সংস্কৃতি জিয়ার হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছে। এসময় বক্তারা তৎকালীন সময় ষড়যন্ত্রের শিকার ব্যক্তিদেরসহ ৭ দফা দাবি জানান।


আরো পড়ুন