• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

কাওরাইদ ইউনিয়নের উপ-নিবর্বাচনের স্বতন্ত্র প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন পত্র জমা

/ ৩৫৫ বার পঠিত
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০১৯

নাজমুল ইসলাম (শ্রীপুর)গাজীপুরঃ
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ জন বিদ্রহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র দেননি কেও, তাই বিএনপির ও জাতীয় পার্টির কোন প্রার্থী নেই।
(৩০ জুন) রবিবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
এর মধ্যে বাংলাদেশ কেন্দ্রিয় অাওয়ামী উলামালীগের সহ-সভাপতি অালহাজ্ব মাওলানা এম এ মতিন অাশিকী, জেলা অাওয়ামী যুবলীগের যুগ্ন অাহব্বায়ক কামরুল হাসান মন্ডল,কাওরাইদ ইউনিয়ন অাওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন,কাওরাইদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন ফকির,অাওয়ামীলীগ নেতা রুহুল অামিন।স্বতন্ত্র পার্থী হিসেবে মনোনয়ন জমান দেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ড.একে এম রিপন অানসারি,সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ফকির ও মোঃ আনোয়ার হোসেন।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ অাঃ অাজিজুল হক অাজিজ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
গত ২১ জানুয়ারি কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল মারা যাবার পর এপদটি শূন্য হয়।
আগামী ২৫ জুলাই কাওরাইদ ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরো পড়ুন