• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

ফরিদপুর জেলার সবচাইতে ছোট গরুর সন্ধান মিলল চরভদ্রাসনে

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি / ১৬৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

ফরিদপুর  জেলার সবচেয়ে ছোট গরুর সন্ধান পাওয়া গেছে চরভদ্রাসনের ২ নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চর কল্যাণপুরের গেরস্থ বাড়িতে।
চর কল্যাণপুরের শেখ আফাজ উদ্দিনের ছেলের শেখ ছোরোর গৃহ পালিত পশু এই ছোট্ট গরুটি,শান্ত প্রকৃতি ও কালো রঙের সাথে মাথার উপরে সাদা টিপ এর মত হওয়ায় নাম রাখা হয়েছে টক্কু  মিয়া, এই টক্কু  মিয়াকে দেখতে প্রতিদিনই শেখ ছোরোর বাড়িতে ভিড় করছে উৎসুক মানুষ।আর ভিড়ই–বা করবে না কেন, ফরিদপুরের সবচেয়ে ছোট আকৃতির গরু এখন চরভদ্রাসনের চর কল্যাণপুরে। মাত্র ২৯ ইঞ্চি উচ্চতা, লম্বায় ৪৬ ইঞ্চি এবং ৩৭ কেজি ওজনের গরুটি,গরুটির বয়স মাত্র দুই বছর।


আরো পড়ুন