• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

চকবাজার পূবালী ব্যাংকে প্রতারকরা হাতিয়ে নিলো গ্রাহকের ৫৯ হাজার টাকা!

/ ৩৯৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

রিপোর্টার এমকে নুর আলমঃ
কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকায় পূবালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে গেলে প্রতারকরা কৌশলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৫৯ হাজার টাকা। প্রতারনার শিকার বিমল সাহার থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সে কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ পানপট্টির রাজমঙ্গলপুর পান আড়তে চাকুরী করে। গত ৫ সেপ্টেম্বর রাজমঙ্গলপুর পান আড়তের মালিক প্রতিটি ৫০০ টাকা নোটের নগদ ৫০ হাজার টাকা এবং ১’শ টাকার ১০ হাজার টাকার দু বান্ডিল মোট ২০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা টিটি করতে চকবাজার পূবালী ব্যাংকে যায়।

এসময় ব্যাংক কাউন্টারম্যান বলে ১’শ টাকার নোটের বান্ডিল চলেনা বলে জানায়। এঅবস্থায় টিটির জন্য ৭০ হাজার টাকা জমা না নেওয়ার কথা বলেন। তিনি বলেন, এসময় ব্যাংকের ভিতওে থাকা ৩ প্রতারক ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে বিমল সাহার কাছে এসে টাকা জমা দেওয়ার ব্যবস্থার কথা বলে থেকে কৌশলে ৭০ হাজার টাকা নেয়। সরল বিশ্বাসে বিমল তাদের টাকা দিলে প্রতারকরা ১১ হাজার টাকা বিমলকে দিয়ে অপেক্ষা করতে বলে কৌশলে পালিয়ে যায়। পওে বিমল এঘটনায় অজ্ঞাতনামা ৩ জনের নামে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সিসি ক্যামেরা থেকে নেওয়া প্রতারক একজনের ক্যাপশন ছবিতে আছে।


আরো পড়ুন