• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

করোনা সংক্রমণ বৃদ্ধি আর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় উভয় সংকটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১৫৬ বার পঠিত
আপডেট: বুধবার, ৩১ মার্চ, ২০২১

করোনা সংক্রমণ বৃদ্ধি আর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় উভয় সংকটে বাংলাদেশ। এ অবস্থায় উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের নির্দেশনা দ্রুত কার্যকরের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, করোনার প্রকোপ কমাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা দেশে মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায় পৌঁছে সোমবার। ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৫ হাজার ১৮১ জন। মৃত্যু হয় ৪৫ জনের।

এর আগে গেল বছরের ২ জুলাই মোট ৪ হাজার ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়, এতদিন সেটাই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

আর ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা গেল সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গতবছর ২৮ অগাস্ট এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। সেদিন ৪৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৮ দশমিক ৩৮ শতাংশ হয়েছে, যা ২৪ অগাস্টের পর সবচেয়ে বেশি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩ তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০তম অবস্থানে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা প্রকোপ এলাকায় প্রয়োজনে লকডাউন অতি দ্রুত কার্যকরেরও পরামর্শ তাদের। দেশে এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ৬ হাজার ৭৪৬ জনই পুরুষ এবং ২ হাজার ২০৩ জন নারী।


আরো পড়ুন