• শনিবার, ১১ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক এক সেনা সদস্য মারা গেছেন

/ ৩৩৬ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
করোনা ভাইরাস
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে সাবেক সেনা সদস্যের মৃত্যু

শুক্রবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বনিক জানান।

মৃত বায়েজীদ আহমেদ (৬১) রুপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার মৃত শাহজাহান ভূঁইয়ার ছেলে।

বায়েজিদের ছোটো ভাই এজাজ আহমেদ জানান, বায়েজীদ আহমেদ সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বনিক জানান, গত গত ১০ অগাস্ট বায়েজিদ আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ১১ অগাস্ট তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে ১২ অগাস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

বায়েজিদের ভাই এজাজ বলেন, নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশাসনের সহযোগিতায় তাকে দাফন করা হয়েছে।


আরো পড়ুন