• শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

আমজনতা, কবি: সুফিয়া ডেইজি

/ ৬০ বার পঠিত
আপডেট: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দেশ আমাদের আসুন আমরা
দেশকে ভালোবাসি
হঠাৎ হঠাৎ কেনো আমরা
নোংরা খেলায় মাতি।
বাঁচার জন্য রক্ত দিলাম
করলাম অনেক পণ
দেশের কথা ভাবতে গিয়ে
উড়ায় ভুলের প্রলোভন ।
ক’দিন আছি নাই ভরসা
ফিরবো ওপার দেশে
জেনে বুঝেও কেনো আমরা
নিজের জালে ফেঁসে?
নিজের ঘরের উনুন জ্বেলে
অন্যের ভাত রাঁধি
কামলা খাটায় নাম লিখায়ে
জ্বিনের বাদশায় ভাবি।
দিন ফুরাবে রাত ফুরাবে
নতুন দিনের আশায়
আমরা যদি বুঝে থাকি
রইবো আল্লাহর ভরসায়!


আরো পড়ুন