• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

অবৈধ সম্পদ অর্জন : কুমিল্লা মেডিকেলের কর্মচারীর বিরুদ্ধে মামলা

/ ৭৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
১০ লাখ ৪৫ হাজার ৫৬৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটরের (সাবেক টেলিফোন অপারেটর) মো. আবুল খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংস্থাটির উপ-সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল দুদকের জেলা কার্যালয় কুমিল্লায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি আসামি ৩ লাখ ৬০ হাজার ৯৩৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলার এজাহারে জানানো হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্পদ বিবরণী তলব করা হলে আসামি ২০২১ সালের ১ নভেম্বর তা দুদকে দাখিল করেন। আসামি ১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৩৮৪ টাকার সম্পদের ঘোষণা করলেও, দুদকের তদন্তে আসামির বৈধ সম্পদ পাওয়া যায় ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৮১৮ টাকার। আর বাকি ১০ লাখ ৪৫ হাজার ৫৬৬ টাকার সম্পদ আসামি অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক।


আরো পড়ুন