• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

নজরুল স্মৃতি সাহিত্য সংসদ এর নতুন কমিটি গঠন

/ ১৭২ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
নজরুল স্মৃতি সাহিত্য সংসদ কার্পাসডাঙ্গা অনলাইন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৪ঠা জুন ২০২৩) নজরুল স্মৃতি সাহিত্য সংসদ কার্পাসডাঙ্গা অনলাইন এর আযোজনে কবি সাহিত্যিকদের নিয়ে একটি ভার্চুয়ালি মিটিং করা হয় এবং সেই মিটিংয়ে সবার সম্মতি ক্রমে কবি মোঃ লাবলু হোসেনকে সভাপতি এবং কবি ফয়সাল আহমেদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ কমিটিতে বিচারক ও উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার হেড অব নিউজ লেখক সাহিত্যিক ছড়াকার ও কবি সাংবাদিক সজীব আকবর।

কমিটির অন্য নেতারা হলেন-সহ সভাপতি:-কবি এম রেজাউল করিম রকি, সহ সাধারণ সম্পাদক: কবি শেখ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক: কবি আবুল কাসেম, মোঃ নাসিরউদ্দীন, সহ প্রচার সম্পাদক কবি জিয়াউল হায়দার, সহ সাংগঠনিক: কবি মামুন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক: কবি প্রভাবতী লাখী, মহিলা বিষয়ক সহ সম্পাদক কবি আঁখি ইসলাম জুঁই, ধর্ম বিষয়ক সম্পাদক: মহাফেজ মোঃ ছালামত উল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশাত শারমিন সোনিয়া, কার্পাসডাঙ্গা , সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহীদ সিঙ্গার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি অজয় চক্রবর্তী (ভারত), আন্তর্জাতিক সহ-সম্পাদক কবি বিদ্যুৎ দাস (ভরত), আবৃত্তি বিষয়ক সম্পাদক আফসানা মিমি কণা।
উপদেষ্টা সাংবাদিক কবি সজীব আকবর ও বিচারক কবি মোশাররফ হোসেন ।

নবগঠিত কমিটিতে আরও যাঁরা উপদেষ্টা হলেন : প্রধান উপদেষ্টা কবি মোঃ খালেকুজ্জামান, উপদেষ্টা অধ্যপক এম এ আব্দুর গফুর , শিক্ষক সাইফুল ইসলাম, কবি শিক্ষিকা আকলিমা খাতুন , কবি মাহবুবুর রশিদ মাহবুব বিশ্বাস, কবি এবিএম সোহেল রশিদ, কবি আতিক হেলাল, কবি আতাউল ইসলাম সবুজ, কবি মাহবুবুর রহমান, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি আসমান আলী, কবি শরীফ সাথী, কবি জামিরুল ইসলাম জামিল খান, কবি খলিলুর রহমান, কবি মুন্সি আবু সাইফ, মো: নজরুল ইসলাম, মুরশীদ আলম, খালেদা খানম, কবি চৈতালি মজুমদার (ভারত), উপদেষ্টা বাচিক শিল্পী সুমন মুখোপাধ্যায়( ভারত), উপদেষ্টা মুহাম্মদ নাসেরউদ্দিন, হুগলি, পশ্চিম ভারত ও কবি সজীব আকবর চুয়াডাঙ্গা।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে এই সংগঠনটি শিল্প-সাহিত্যের তীর্থভূমি নজরুল স্মৃতি বিজড়িত এই অঞ্চলটিকে সারাদেশের কাছে তুলে ধরা এবং মননশীল শিল্প সাহিত্য চর্চার মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন এবং সাংগঠনিক কাজের ধারাবাহিগতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা অতঃপর সৃজনশীল কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো পড়ুন