• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখলো জয়পুরহাটের সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদিকা তাবাস্সুম সেতু

/ ৯০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

মেরি, নিজস্ব প্রতিবেদক:-
চলতি মাসের ১২ই মার্চ, রাজধানী ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় “ক” বিভাগে অংশগ্রহণ করে সে তৃতীয় স্থান অর্জন করে। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিজয়ী ওই শিক্ষার্থী মাদ্রাসাপাড়া নিবাসী খোরশেদ আলম,
ও মাহমুদা শারমিনের কন্যা। সে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম জানান, সৃজনশীল কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেকে যোগ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুকুমার বৃত্তির প্রকাশে কর্তৃপক্ষ সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।হৃদিকা তাবাস্সুম সেতুর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে।

আমরাও আশা রাখি, সৃজনশীল মেধায় আমাদের সন্তানরা এগিয়ে নিয়ে যাবে জয়পুরহাট-কে।


আরো পড়ুন