• বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

বিএনপির কার্যালয় থেকে কয়েক ডেকচি খিচুড়ি জব্দ

/ ১১২ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে কয়েক দিন আগে থেকেই ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান করছিলেন। প্রতিদিন নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছিল। সমাবেশে আসা এসব নেতাকর্মীদের যেন খাবারের কষ্ট না হয়, সেজন্য খাওয়ার ব্যবস্থাও করেছিল বিএনপি।

আয়োজন করা হয় রান্নারও। কিন্তু বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দলটির কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজনকে আটকের পাশাপাশি কয়েক ডেকচি খিচুড়িও জব্দ করে পুলিশ।

জানা গেছে, অভিযানের সময় ককটেল, চাল-ডাল, তেল, মশলা, পানি এবং কয়েক ডেকচি খিচুড়ি গাড়িতে করে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ বলছে, অনুমতি ছাড়াই নয়াপল্টনে সমাবেশ করার লক্ষ্যে এগুলো মজুদ করা হচ্ছিল।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই নয়াপল্টনে কর্মী জমায়েত করে রান্নার আয়োজন করে খাওয়াচ্ছিল। কিন্তু আজকে (বুধবার) যে আয়োজন দেখলাম তাতে স্পষ্ট তারা অনুমতি না থাকা সত্ত্বেও নয়াপল্টনেই সমাবেশের প্রস্ততি নিচ্ছিল।

এদিকে বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।


আরো পড়ুন