• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে নতুন ‘বে-টার্মিনাল’ নির্মাণ শুরু শিগগিরই

/ ৭৮ বার পঠিত
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
বে-টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণে কাজ করছে ৩ পরামর্শক। প্রকৌশল নকশা চূড়ান্ত এবং প্রাক্কলন পাওয়ায় পর কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব মোস্তফা কামাল।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বন্দরের লজিস্টিক খাতের দক্ষ ব্যবস্থাপনা ও ব্যবসা-বাণিজ্য বাংলাদেশের সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। সচিব বলেন, ভূমি জটিলতা নিরসন হয়েছে সব ভূমিই অধিগ্রহণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তাই কাজ শুরু করতে আর কোন বাঁধা নেই।

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল হিসাবে ‘বে-টার্মিনাল’ নির্মাণ করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা। সম্পূর্ণ বে-টার্মিনাল প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২১০ কোটি ডলার।

সেমিনারে ব্যবসায়ীরা নৌপথ উদ্ধার ও উন্নয়নের তাগিদ দেন। বলেন এতে করে পরিবহন খরচ কমে পণ্যের দামে ইতিবাচক প্রভাব ফেলবে। একইসাথে সড়কের ওপরও পণ্য পরিবহনের চাপ কমবে।


আরো পড়ুন