• রবিবার, ১২ মে ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

ত্রিশালে ভোক্তা অধিকার আইনে জরিমানা

ইমরান হাসান, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি / ১৬৪ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ মে, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ভোজ্য তেল সংরক্ষন, বেশী দামে তেল বিক্রি ও পন্যের তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে ত্রিশাল পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ভোজ্য তেল সংরক্ষন, বেশী দামে তেল বিক্রি ও পন্যের তালিকা না থাকার দায়ে তামিম এন্টারপ্রাইজ, ফিরোজ স্টোর, আজিজুল স্টোরের দোকান মালিককে নগদ ৪০ হাজার টাকা ও রুপকথা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার অপরিস্কার রান্নাঘর, মেয়াদ বিহিন খাবার ফ্রিজে সংরক্ষনের দায়ে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগীতা করেন উপজেলা সেনিট্যারি ইন্সিপেক্টর আবুবকর ছিদ্দিক, ময়মনসিংহ র‍্যাব ১৪ এর সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, মেজর আখের মোহাম্মদ জয় প্রমূখ ।


আরো পড়ুন