• সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

আত্রাইয়ে “১ হাজার” পিস ট্যাপেন্ডাল ট্যাবলেসহ আটক ১

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি / ১২৯ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ মে, ২০২২

ন‌ওগাঁর আত্রাই থানাধীন ভবানীপুর এলাকার বকুলতলি নামক স্থানে অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৫)কে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল গ্ৰুপের ১০০০ পিস ট্যাবলেটসহ গ্ৰেফতার করে নাটোর-৫ র‌্যাবের সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
র‌্যাবসূত্রে জানা যায়, সোমবার ( ৯ মে) ১২টার সময় সিপিসি-২ এর এস আই এরশাদ আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আত্রাইয়ে ভবানীপুরস্থ বকুলতলা এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ একজন ব্যক্তি মটরসাইকেলে অবস্থান করছে। তখনই ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাসুদ রানা নামের একজন ব্যক্তিকে তার ব্যবহৃত মটরসাইকেলের হ্যান্ডেলে বাজারের ব্যাগে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাল গ্ৰুপের ১০০০ পিছ্ ট্যাবলেট থাকার কারণে তাকে গ্ৰেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে tydol-100, tapantadal 100mg, Sun pharmaceutical এর ট্যাবলেট DAYANG RUNNUR -80 সিসি মটরসাইকেল ওয়ালটন মোবাইল জব্দ করা হয়। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণীর ২৯ এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আরো পড়ুন