• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

যে ভেরিয়েন্টাইনই আসুক না কেন স্বাস্থবিধি মেনে চলার বিকল্প নেই: ডাঃ আয়েশা আক্তার শিল্পী।

রিপোর্টারঃ- সাজ্জাদ চিসতি / ৬৫০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যুক্তরাজ্যসহ অনেক দেশে হাসপাতালে ভর্তির হারও বেড়ে চলেছে।

বিশ্বের অন্যান্য দেশের গবেষণায় দেখা গেছে, আগের ধরনগুলোর মতো ওমিক্রনের কারণে মানুষ অনেক বেশি অসুস্থ হয় না। কিন্তু যেভাবে অনেক বেশি মানুষ এই ধরনে আক্রান্ত হচ্ছে, তাতে অনেকে আইসোলেশনে যেতে বাধ্য হচ্ছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।
প্রতিবেশী দেশ ভারতেও এই ধরনের সংক্রমণ বাড়ছে। এছাড়াও বাংলাদেশে প্রতিনিয়ত এই সংক্রমণ বেড়েই চলেছে।
ওমিক্রনসহ নানান বিষয় নিয়ে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ও ইনচার্জ,মিডিয়া বান্ধব ডা. আয়েশা আক্তার শিল্পীর সাথে আলাপ কালে তিনি জানান, করোনা পরিস্থিতিতে আমরা ভালো অবস্থানে ছিলাম কিন্তু সারাবিশ্বের সাথে বাংলাদেশেও দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এখন আক্রান্তের প্রায় ১৫% ওমিক্রন।


আরো পড়ুন