• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

রাজাপুর সৎসঙ্গের উদ্দৌগে শুভ ভাদ্র পরিক্রমার সমাপনি সৎসঙ্গ অনুষ্ঠিত।

/ ২৮৫ বার পঠিত
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ থানার রাজাপুর গ্রামে ভাদ্র পরিক্রমার সমাপনী সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে কালীবাড়ী প্রাঙ্গনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহা মহোৎসবে ভাদ্র পরিক্রমা ৩০শে ভাদ্র জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ পরিক্রমার সমাপনী অধিবেশনে মহামিলন হয়েছে। প্রতিনিয়ত সৎসসঙ্গ পরিক্রমা সারা বিশ্বেই অনুষ্ঠিত হয়েছে। সৈ সাথে রাজাপুর শাখা সৎসঙ্গ ভাদ্র পরিক্রমায় অংশ গ্রহনে উদযাপন করেন সৎসঙ্গী ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা পুরো৩০ দিন । রাজাপুর শাখা সৎসঙ্গের উদ্দৌগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাদ্র পরিক্রমা সমাপনী অধিবেশন সু সম্পন্ন হয়েছে মহাসমারোহের মাধ্যমে।

৩০শে ভাদ্র পাবনা হিমায়েতপুরস্হ সম্বলপুর ঘাটে মহাস্নানোৎসব সু সম্পন্ন হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর সম্মেলিত বিনীত প্রার্থনা শেষে অনুষ্ঠিত অধিবেশনে সাচনা শাখা সৎসঙ্গের ইষ্টপ্রাণ গুরু ভ্রাতাগন মিলিত হয়েছেন।
সর্বশেষে আনন্দ বাজার মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে সৎসঙ্গের সমাপ্তি ঘঠে


আরো পড়ুন