• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

/ ১৪৭ বার পঠিত
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

মামুন মিঞা, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ২০ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এস এম ইফতেখার আজাদ।

জনাব ইফতেখার আজাদ বলেন, ৬-১১মাস বয়সী শিশুকে ১টা নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯মাস বয়সী শিশুকে ১টা লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে। কোনো শিশুই যেন বাদ না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষা, রুপা ঘোষ। নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা হক।ডাঃ মুহম্মদ খালিদ হোসেন,ডাঃ অভিজিৎ সাহা সহ বিভিন্ন পেশা মানুষ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন