• শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ০৭টি চোরাই গরুসহ ০৩ জন আসামী গ্রেফতার!

/ ৯৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

আজ ৩১/০৮/২০২৩ ইং তারিখে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোহাম্মদ আলমগীর হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর সাকিনস্থ ড্রাইভার হোটেলের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মোঃ আলম এর কথিত গরুর খামারে পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রামের বিভিন্ন স্থানের চোরচক্রের নিকট হতে অল্প দামে গরু ক্রয় করে এনে অবৈধভাবে সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশিদামে বিক্রয় করার জন্য লোকচক্ষুর অন্তরালে বর্ণিত খামারে দুই দিন ধরে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই মোহাম্মদ আলমগীর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে ৩১/০৮/২০২৩ ইং তারিখ রাত ০১.৪৫ মিনিটের সময় থানার একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র ৭/৮ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের মধ্যে ০৩ জন আসামী ১। মোঃ নাছির উদ্দিন বালি(৬৩), পিতা-মৃত আবুল হাশেম সওদাগর, মাতা-মৃত হাজী গোলবাহার প্রঃ রং বাহার, সাং-শহীদনগর (আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পাশে), থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ সানি চৌধুরী প্রঃ আকাশ(৩০), পিতা-গোলাম মোহাম্মদ, মাতা-মমতাজ বেগম, সাং-মিনাগাজীরটিলা, শিলক ইউপি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম। ৩। মোঃ জাহাঙ্গীর আলম(৪৮), পিতা-মৃত বশির আহাম্মদ প্রঃ জমিদার, মাতা-সুফিয়া বেগম, সাং-সৈয়দপুর, ০৬নং ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ০৭টি গরুসহ গ্রেফতার করেন এবং অন্যান্য আসামীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘ দিন যাবৎ লক্ষীপুরের দিদার (৪০), পিতা-অজ্ঞাত, সাং-মজু চৌধুরীরঘাট, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে চোরচক্রের নিকট থেকে অল্প দামে চোরাই গরু ক্রয় করে লোকচক্ষুর অন্তরালে কথিত খামারে ১/২দিন রেখে সুবিধাজনক বিক্রেতাদের নিকট বেশিদামে বিক্রয় করে। বিক্রয়ের কৌশল হিসাবে পার্শ্ববর্তী মিরশ্বানী গরুর বাজার সহ বিভিন্ন কসাইয়ের মাধ্যমে জবাই করে খুচরাভাবে বিভিন্ন হাইওয়ে কেন্দ্রিক হোটেল সমূহে গরুর মাংস বিক্রি করে।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৪৮, তারিখ-৩১/০৮/২০২৩, ধারা-৪১৩/১০৯ পেনাল কোড রুজু হয়।

উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ নাছির উদ্দিন বালি (৬৩) এর বিরুদ্ধে ০১টি প্রতারনা ও ০১টি মারামারির মামলা, ২নং আসামী মোঃ সানি চৌধুরী প্রঃ আকাশ (৩০) এর বিরুদ্ধে ০১টি ডাকাতি ও ০১টি মাদক মামলা, ৩নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম(৪৮) এর বিরুদ্ধে ০২টি চুরি ও ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আরো পড়ুন