• শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

জাতীয় পার্টির পার্লামেন্টারি নেতা নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি

/ ৩৭ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

অনলাইন ডেস্ক:
বেশ কিছু গণমাধ্যেমের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করা হয়েছে, যে ভুল ও তথ্য বিভ্রাট বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আজ (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,আজ (১৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সম্মতি ক্রমে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

পার্লামেন্টারি পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ এর নাম ঘোষণা করার এখতিয়ার মাননীয় স্পিকারের।


আরো পড়ুন