• সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

মানসিক রোগীকে চিকিৎসার ব্যবস্থা করলো চৌদ্দগ্রাম থানার ওসি

/ ১১৬ বার পঠিত
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এক মহিলা চৌদ্দগ্রাম উপজেলার পৌরসদরের সোনাকাটিয়া গ্রামে কয়েকদিন ধরে অসুস্থ্য হয়ে পড়ে আছে রাস্তার ধারে। প্রতিদিন শত শত মানুষ মহিলাটিকে দেখলেও কারো সু-নজর পড়েনি, কারো বিবেক জাগ্রহ হয়নি মহিলাটিকে উদ্ধার করার কিংবা হাসপাতালে ভর্তি করানোর কিংবা চিকিৎসার ব্যবস্থা করার। বিষয়টি লোক মারফত জানতে পারেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

এসময় তিনি তাৎক্ষনিক কর্তব্যরত অফিসার আবু তাহেরকে নির্দেশ প্রদান করেন মহিলাটিকে উদ্ধার করার জন্য। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাকাটিয়া গ্রামের জালালের বাড়ি সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের অসুস্থ্য মহিলাটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহার নির্দেশে মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এসময় ডাক্তার ডাক্তারের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ঔষধ, খাবার সেলাইন এবং প্রয়োজনীয় কাপড়চোপড় প্রদান করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রবিউল হাসান বলেন, মানসিক রোগীটিকে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতালে নিয়ে আসে।

এসময় আমরা তাৎক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করি এবং শারীরিক বিভিন্ন পরিক্ষা নিরীক্ষ করি। পরে শারীরিক অবস্থা খারাপ দেখে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।


আরো পড়ুন