• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

এই পূজার ছুটিতে বিদায় নিন: সরকারকে মির্জা ফখরুল

/ ৮৬ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের সামাল দিতে চতুর দিকে ঘোরাঘুরি শুরু করেছে সরকার। তাদের সময় হয়ে গেছে, ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। পূজার ছুটিতে বিদায় নিন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত ছাত্রদলের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের প্রথম কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ দখলে নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে ধাক্কা দেওয়ার যুদ্ধে নেমেছে বিএনপি। হাতগুটিয়ে আর বসে থাকলে চলবে না, এবার জেগে উঠতে হবে। বিদ্রোহ শুরু করতে হবে। থানায় এ্যানির ওপর পুলিশের হামলার ঘটনা লজ্জাজনক। দখল করে নিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ।

ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবিতে প্রতিষ্ঠিত ছাত্রদলের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রথম কর্মসূচি ছিল এটি। আয়োজিত কনভেনশনে যোগ দেন ১৫টি ছাত্র সংগঠন। ছিলেন গণতন্ত্র মঞ্চসহ সমমনা কয়েকটি দলের নেতারা।

সমমনা দলের নেতারা বলেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। সরকার আবারও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

কনভেনশন থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি।


আরো পড়ুন