• সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন

নবীগঞ্জে ধান ক্ষেতের পোকা নিধনে কৃষি অফিসের আলোক ফাদঁ পরমার্শ সভা

/ ৬০ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জে ধান ক্ষেত নষ্ট করা ক্ষতিকর পোধা কিভাবে নিধন করা যায় সে বিষয়ে নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনা নবীগঞ্জের ৪০টি বøকে এক যোগে আলোক ফাদঁ স্থাপন করে কৃষকদেও নিয়ে কৃষি কর্মকতর্দার পরামর্শ সভা অনুষ্টিত হয়।

গত বুধবার রাতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার আলোক ফাদেঁর মাধ্যমে নির্দিষ্ট এলাকার কৃষি জমিতে বিভন্ন ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করা হয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বøকে আলোক ফাদঁ স্থাপন করে বিভিন্ন উপকারী পোকা যেমন, ক্যারবিড, বিটল লেডি বার্ড, বটল,জ্যামসেল ফাই এবং ক্ষতিকর পোকার মধ্যে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, সুবজ পাতা ফড়িং পোকার উপস্থিতি লক্ষ্যে করা যায়। চলতি রোপা, আমন মৌসুমে ধানের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের আলোক ফাদঁ জমিতে পাচিংকরাসহ প্রয়োজন পরামর্শ প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি ৪০টি বøকে গিয়ে কৃষকদের পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা অজিত রঞ্জন দাসসহ বিভিন্ন বøকে আলোক ফাদঁ পরিদর্শন করেন এবং কৃষকদের পার্চিং করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


আরো পড়ুন