• সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নাঙ্গলকোট পৌরসদরের সড়ক এখন নর্দমায় পরিণত!

/ ৭৭ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

আব্দুর রহিম বাবলু , নাঙ্গলকোট প্রতিনিধি:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর সদরের সাবেক ধান বাজার ও গরু বাজার সড়ক এখন নর্দমায় পরিণত হয়েছে। জানাযায়, নাঙ্গলকোট পৌরসদরের সাবেক ধান বাজার ও গরু বাজার সড়ক দুই বছর আগে নাঙ্গলকোট পৌরসভার সরকারি বাজেটের প্রায় কোটি টাকা ব্যয়করে রড,সিমেন্ট, পাথর দিয়ে ঢালাই করা হয়েছিল।

কিন্তু অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণ করায় সামান্য বৃষ্টি হলেই অনেকদিন পর্যন্ত হাঁটু পানি জমে থাকে। কিন্তু নাঙ্গলকোট পৌরসভা কর্তৃপক্ষ এই সড়কটি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়কটির উপরে মাটি দিয়ে ভরাট করেন। বৃষ্টি হওয়ার ফলে এ সমস্ত মাটিগুলো কাদায় পরিণত হয়ে দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কের উপর ময়লা আবর্জনা জমে নর্দমায় পরিণত হয়েছে। তাই সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।


নাঙ্গলকোটের সাধারণ মানুষ এই সড়কটি থেকে মাটি সরিয়ে ড্রেন নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আরো পড়ুন