• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

এডিসি হারুনকে রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত

/ ৮৯ বার পঠিত
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
সদ্য বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনাব হারুন-অর-রশীদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত)-কে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর এ সংযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো। উল্লেখ্য, ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় এপিবিএন ও পরে সাময়িক বরখাস্ত করা হয় উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদকে।

এদিকে, বরখাস্ত এডিসি হারুন অর রশিদের ওপর ঘটনার রাতে প্রথমে হামলা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ। মঙ্গলবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান তিনি।


আরো পড়ুন