• বুধবার, ০১ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

৬ দফা দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

/ ৭৯ বার পঠিত
আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন ডেস্কঃ-
বন্ধ থাকা সকল পাটকল চালু ও বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন। আজ রোববার নগরীর ফুলবাড়িগেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অবরোধের ফলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

পাটকল শ্রমিকেরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিয়েছে।

কিন্তু শ্রমিকদের বকেয়া পরিশোধ করেনি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। সে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে- শ্রম দপ্তরের ফরমেট অনুযায়ী চূড়ান্ত হিসাব প্রদান, যাবতীয় ন্যূনতম মজুরি (মূল মজুরি) ৫ হাজার টাকা বাস্তবায়ন ও রেশনিং ব্যবস্থা চালু করা।


আরো পড়ুন