• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে প্রাপ্ত বয়স্করা : স্বাস্থ্যমন্ত্রী

/ ১২৫ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক:-
ঢাকার রোগীর সংখ্যা স্থিতিশীল অবস্থায় থাকলেও ঢাকার বাইরে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২২ জুলাই) সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, অলিগলিতে সিটি কর্পোরেশনের ডেঙ্গু প্রতিরোধী স্প্রে বাড়াতে হবে। মিল কারখানায় স্প্রে হচ্ছে না।

স্কুলেও বাড়াতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুতে ২০ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে বিশেষ ব্যবস্থায় হাসপাতালের বেড বাড়ানো হচ্ছে। হাসপাতাল প্রস্তুত, তবে পরিস্থিতি মোকাবেলায় মশা মারার উপর জোর দিতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হটস্পট চিহ্নিত করে সিটি কর্পোরেশনকে বেশি করে স্প্রে করার আহবান জানান। বলেন, ব্যক্তিগত উদ্যোগেও স্প্রে করতে হবে। এডিস মশা মারার ওষুধ কতটুকু কার্যকর হচ্ছে তা দেখতে হবে।


আরো পড়ুন