• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

ফের পাতিহাঁসের কালো ডিম, এলাকায় উৎসুক জনতার ভিড়

/ ৭১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

পাতিহাঁসের কালো ডিম পাড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এবার পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে ক্লোজার বাজার এলাকায় একটি পাতিহাঁস তিনটি কালো ডিম পেড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উৎসুক এলাকাবাসী হাঁসের কালো ডিম দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, এলাকার গৃহবধূ লাইজু আক্তারের ১০টি পাতিহাঁসের মধ্যে একটি পাতিহাঁস গত ২৪ জানুয়ারি থেকে তিন দিনে তিনটি কালো ডিম পেড়েছে। লাইজু আক্তার জানান, ‘হাঁসগুলোকে আমি স্বাভাবিক খাবারই দিই। কেন কালো ডিম পেড়েছে, তা বুঝতে পারছি না।’ চরবিশ্বাস ইউনিয়নের আবুল হাসান বলেন, ‘হাঁসটি গত তিন দিনে তিনটি কালো ডিম পেড়েছে। এমন ডিম আগে কখনো দেখিনি।’

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, হাঁসটি কালো ডিম কেন পেড়েছে, এ ব্যাপারে এখনই বলা সম্ভব হচ্ছে না। আপাতত এটিকে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী এবং ভোলার চরফ্যাশনেও একটি দেশি পাতিহাঁস কালো ডিম পেড়েছিল।


আরো পড়ুন