• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের বিক্ষোভের ডাক

/ ১৪৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

আগামী ১৫ জানুয়ারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন ঢাকায় বিকেল চারটায় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে পল্টনে বাসদ কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে বাম জোটের সমম্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি মো. শাহ আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ সহ জোটের অন্যান্য নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বিদ্যুৎখাতে দুর্নীতি, ভুলনীতি, অপচয়, অদক্ষতা দূর না করে পুনরায় দাম বৃদ্ধি করছে। এই মূল্যবৃদ্ধি জনজীবনে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিবে। সভায় বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।


আরো পড়ুন